সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০৪:৫০:৫৭

ভবন নির্মাণে এবার থ্রিডি প্রযুক্তি

 ভবন নির্মাণে এবার থ্রিডি প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ে একটি ভবন নির্মাণে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যা বিশ্বের এই প্রথম ঘটনা। এজন্য চীনা কোম্পানি উইনসান গ্লোবালকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এই প্রযুক্তি ব্যবহারের ফলে অনেক লোক কর্মসংস্থান হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে শুধু ভবনটিই নির্মাণ করা হবে না বরং ভবনের ভেতরের যাবতীয় আসবাবপত্র ও অন্যান্য জিনিস নির্মাণ করা হবে। দুবাই কর্তৃপক্ষ আশা করছে, উইনসান খুব দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ সাধারণ ভবন নির্মাণের চেয়ে অত্যন্ত কম সময়ে দুই হাজার বর্গফুটের ওই ছোট্ট ভবনটি নির্মাণ করবে। দুবাইয়ের ব্যস্ততম এলাকার মাঝে ওই ভবনটি নির্মাণ করা হবে। ভবনটি নির্মাণে উইনসান শক্ত পদার্থ, প্লাস্টিকের শক্ত ফাইবার ও শক্ত গ্লাস ফাইবার বা জিপসামের সমন্বয়ে তৈরি উপাদান ব্যবহারের পরিকল্পনা করছে। সাধারণভাবে ভবন তৈরিতে যে শ্রম ব্যয় হতো থ্রিডি প্রযুক্তি ব্যবহারের ফলে তার চেয়ে ৫০ শতাংশ থেকে ৮০ শতাংশ শ্রম কম লাগবে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে অর্থও অনেক কম খরচ হবে। তবে দুঃখজনক হলেও সত্য, এই প্রযুক্তি ব্যবহারে শ্রম কম লাগায় অনেক লোক বেকার হয়ে পড়বে। ১৬, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে