আইএসয়ের উপর হামলা করতে সিরিয়ার উদ্দশ্যে যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে জঙ্গিহানার পর আইএস জঙ্গিদের চরম হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওল্যান্দে জানিয়েছেন, আইএসকে তিনি ধ্বংস করেই ছাড়বেন। নিষিদ্ধ জঙ্গি এইএস হামলার দায় স্বীকার করে নেওয়ার ওল্যান্দে জানিয়েছেন, সিরিয়া এবং ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে আপোসহীন লড়াই চালাবে ফ্রান্স। তাঁর বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে ফ্রান্স যুদ্ধ বিমান রওনা দিল সিরিয়ার উদ্দশ্যে। সেখানে আইএস ঘাঁটি ধ্বংস করতে ইতিমধ্যে আঘাত শুরু করেছে ফ্রান্স যুদ্ধ বিমান। জানা গিয়েছে, মূলত সিরিয়ার অন্যতম শহর রাক্কাকে টার্গেটে রেখেই এই হামলা চালানো হচ্ছে। ইতিমধ্যে এই শহরকে নিজেদের রাজধানী হিসাবে ঘোষণা করেছে আইএস। ফলে, ফ্রান্সের নজরে এখন রাক্কা শহর।
শুধু ফ্রান্স নয়, ইতিমধ্যে আইএসের বিরুদ্ধে মার্কিন যুদ্ধবিমান পাঠিয়েছে আমেরিকাও।
১৬, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ