পার্লামেন্ট অধিবেশনে সুচি
আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ আসনে জয়লাভ করার পর সোমবার সকালে পার্লামেন্ট অধিবেশনে যোগ দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি।
নির্বাচনের পর এটিই প্রথম অধিবেশন যাতে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) হেরে যাওয়া সংসদ সদস্যরাও যোগ দিয়েছেন।
তবে নির্বাচনে জয়লাভ করা সত্ত্বেও সাংবিধানিক জটিলতার কারণে দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি(এনএলডি) দলের নেত্রী। প্রেসিডেন্টের উর্ধ্বে থেকে দায়িত্ব পালনের ইঙ্গিত দিয়েছেন তিনি। গত রোববার অনুষ্ঠিত ওই ঐতিহাসিক নির্বাচনে ৭৭ দশমিক ৩ ভোট ভাগ পেয়েছেন সুচির দল।
সোমবার সকালে পার্লামেন্টে পৌঁছানোর পর সুচিকে সাংবাদিকরা ঘিরে ধরেন। তবে তিনি নির্বাচন বা ক্ষমতা গ্রহণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সোমবার থেকে শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশন জানুয়ারি পর্যন্ত চলবে এবং এটিই হচ্ছে বর্তমান পার্লামেন্টের শেষ অধিবেশন।
এদিকে নির্বাচনের এক সপ্তাহ পর রোববার সর্বদলীয় বৈঠকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। তার সরকারের মেয়াদ শেষ হতে চলেছে ২০১৬ সালের মার্চ মাসে।
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ