আন্তর্জাতিক ডেস্ক: সুস্থ থাকতে প্রতিদিন সকালে এক ফোঁটা টাটকা গোমূত্র পান করার পরামর্শ দিয়েছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ। প্রতিদিন সকালে খালি পেটে এ মূত্র পান করতে হবে বলেও জানায় সংগঠনটি।
সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্তের সহ-সম্পাদক কুশল কুণ্ডু শুক্রবার বলেন, প্রতিদিন এক ফোঁটা টাটকা গোমূত্র পান করলে লিভার ও পেট ভালো থাকে। এছাড়া ঠেকানো যায় জন্ডিসের মতো রোগ।
স্বাস্থ্যবতী গাভীর টাটকা মূত্র পান করলে ক্যান্সারের মতো জটিল রোগও সেরে যাবে বলেও দাবি করেন কুশল কুণ্ডু। তবে এমন মূত্রের দাম পাঁচশ’ রুপি হওয়ায় একশ’ রুপি খরচ করে পতঞ্জলির গোমূত্র পান করতে বলেছেন কুশল।
গোমূত্র পান করলে ১৪০ রকমের অসুখ সেরে যাবে বা প্রতিরোধ করা সম্ভব হবে বলে দাবি বিশ্ব হিন্দু পরিষদের। তবে আলসারের রোগী বা গর্ভবতী নারীরা গোমূত্র পান করলে বিপদ ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস