সিরিয়ায় আইএস ঘাঁটিতে ফরাসী হামলা
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাকা শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি শক্ত ঘাঁটিতে হামলা চালিয়েছে ফরাসী যুদ্ধবিমান। প্যারিসে ভয়াবহ হামলার দুদিন পরেই এই হামলা চালানো হলো। ফরাসী প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বারোটি যুদ্ধবিমানে করে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
এরমধ্যে আইএসের একটি কম্যান্ড সেন্টার ও একটি প্রশিক্ষণ শিবিরেও হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওল্যাঁদ প্যারিসে হামলার জন্য আইএসকে দায়ী করে, জবাব দেবার অঙ্গীকার জানিয়েছিলেন।
এদিকে ফ্রান্সের পুলিশ কর্মকর্তারা বলছেন প্যারিসে হামলার সাথে সরাসরি জড়িত সন্দেহে যে ব্যক্তিকে খোঁজা হচ্ছে সে ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
প্যারিসে হামলাকারীদের মধ্যে এক ফরাসি পরিবারের তিন ভাই জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি।
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�