ফ্রান্সে আরো হামলার প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসীরা : প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলেছেন, কেবলমাত্র ফ্রান্স নয় সেইসঙ্গে ইউরোপের অন্যান্য দেশেও হামলার প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলো। আজ (সোমবার) আরটিএল রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা জানি যে, আরো হামলা চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে এবং এই হামলা চালানো হবে ফ্রান্সের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও। প্রধানমন্ত্রী ভলস আরো বলেন, প্যারিসে হামলার প্রস্তুতি এবং পরিকল্পণা সিরিয়ায় বসে করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীরা আগামী দিন বা সপ্তাহগুলোতে আবারো আঘাত হানতে পারে। ভলস এ প্রসঙ্গে আরো বলেন, আমাদের ভয় পেলে চলবে না বরং সন্ত্রাসী হামলা মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।
গত শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসীরা সমন্বিত হামলা চালালে অন্তত ১৩২ ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরো ৩৫০ জন আহত হয়।
সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধে লিপ্ত রয়েছে দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধের কাঠামোর আওতায় প্যারিসে চালানো হামলার জবাব দেয়া হবে। তিনি আরো বলেন, 'সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জবাব হবে কঠিন। আমরা সন্ত্রাসীদের ওপর আঘাত হানব এবং আমরাই বিজয়ী হবো।' সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে বিমান হামলা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ভলস।
গতকাল (রোববার) ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার রাক্কায় তাকফিরি সন্ত্রাসী বা দায়েশের অবস্থানে ফরাসি বিমান বাহিনী হামলা চালিয়েছে। এতে জঙ্গি সংগঠনটির একটি কমান্ড পোস্ট এবং প্রশিক্ষণ কেন্দ্র ধবংস হয়।
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�