সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫, ০৬:১৩:০৭

‘ভারতে অসহিষ্ণুতার বিষয়ে কথা বললেই টাকা পায়’

‘ভারতে অসহিষ্ণুতার বিষয়ে কথা বললেই টাকা পায়’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অসহিষ্ণুতার প্রসঙ্গে তুলে যারাই মুখ খুলছেন, তাদের কল্পনাপ্রবণ মনকে ইন্ধন যোগাচ্ছে কাঁচা টাকা। বিহার ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই দেশজুড়ে অসহিষ্ণুতার যে রব তোলা হয়েছে। ঠিক এই ভাষাতেই সমালোচকদের আক্রমণ করলেন কেন্দ্রীয় বিদেশ বিষয়ক মন্ত্রী ভি কে সিং। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয় দিবসে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভি কে সিং বলেন, ‘অসহিষ্ণুতা নিয়ে বিতর্ক অর্থহীন। এই বিতর্ক জোর করে তৈরি করা হচ্ছে। যারা এই বিতর্কে মদত দিচ্ছেন, তাদের কল্পনাপ্রবণ মনকে সমৃদ্ধ করছে প্রচুর পয়সা’। দেশে অসহিষ্ণুতা প্রসঙ্গে সাবেক সেনাপ্রধান আরও বলেন, ‘আমি মিডিয়ার কাজ নিয়ে মুখ খুলতে চাই না। কিন্তু অসহিষ্ণুতা নিয়ে দেশের মিডিয়া যা করছে, তা হাস্যকর। বিহার ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছি।’ তার আরও অভিযোগ, ‘দিল্লি ভোটের আগেও ঠিক এই গেল গেল রব উঠেছিল। তখন নাকি চার্চে হামলা হচ্ছিল। এই বলে খ্রিস্টার সম্প্রদায়ের মানুষকে একঘরে করে দেওয়া হল। কিন্তু আসলে কি দেখা গেল? চার্চে ঢুকে এক দুষ্কৃতী চুরি করেছিল। আর মিডিয়া কী বলল, চার্চের উপর নাকি হামলা হয়েছে। আমি একে পেইড সাংবাদিকতা বলছি না। সেটা মানুষের মতামতই ঠিক করে দেবে’। অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং বলেন, ‘লক্ষ্য করে দেখুন, বিহার ভোট মিটে যেতেই সব মিডিয়া শান্ত হয়ে গেল। তাই সবাইকে বলছি, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আর কেন্দ্রকে কোন দল আক্রমণ করছে অসহিষ্ণুতা প্রসঙ্গে? সেই দল যারা ৭০ বছরের আন্না হাজারেকে অনশন থেকে তুলে নিয়ে গিয়ে তিহার জেলে বন্দী করে রেখেছিল’? দাদরিতে গোমাংস খাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগে দেশজুড়ে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে বলে প্রায় ৭৫ জন সাহিত্যিক-পরিচালক-ঐতিহাসিক ও বিজ্ঞানী তাদের কেন্দ্রীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। তাদের অভিযোগ, বিজেপি পরিচালিত এনডিএ সরকার ভারতের মতো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এগোচ্ছে।- কলকাতা ২৪। ১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে