প্যারিস এখন নিষ্প্রাণ নগরী
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পর্যটকদের পদচারণায় সদা চঞ্চল ফ্রান্স এখন নীরব, স্তব্ধ। ভীড়ে ভরা বুলেভার্দগুলো শূন্য, কালাশনিকভের বুলেটে ক্ষতবিক্ষত প্যারিসের ক্যাফে-রেস্টুরেন্টগুলো ফাঁকা। তিনদিনের রাষ্ট্রীয় শোকে বন্ধ আছে আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, ডিজনিল্যান্ডের মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো। সফর বাতিল করেছে জনপ্রিয় ব্যান্ড ইউটু।
এ অবস্থায় প্যারিস ট্যুরের বুকিং বাতিল এবং স্থগিত করেছেন অসংখ্য পর্যটক। পর্যটকদের তীর্থস্থানে তিনদিনের রাষ্ট্রীয় শোক এবং জরুরি অবস্থায় জনসমাগম, আতশবাজি এবং ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ।
প্যারিস জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও সেনাসদস্যরা। তাদের পিকআপ এবং হাতের রাইফেলই এখন জনমনে নিরাপত্তার আশ্বাস। রক্তাক্ত ‘ব্ল্যাক ফ্রাইডে’র পর আটকে পড়া পর্যটকদের পাশে দাঁড়িয়েছে ফ্রান্সের সাধারণ জনগণ। খাবার, থাকার জায়গা দিয়ে অতিথিদের আতিথেয়তায় ত্রুটি করা হচ্ছে না। হোটেলেও আটকে পড়া পর্যটকরা নানারকম সুবিধা পাচ্ছেন বিনামূল্যে। তবে এতোসবের পরেও পর্যটকদের দিন কাটছে চাপা আতঙ্কে।
তবে আটকে পড়াদের কথা মাথায় রেখেই হামলার পর তাৎক্ষণিক বন্ধ হয়ে যাওয়া বাস,ট্রেন স্টেশনগুলো খুলে দেয়া হয়েছে। গ্যাটউইক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
১৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�