সেই যুবককে ধরে কেন ছেড়ে দিল প্যারিস পুলিশ?
আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের ভয়াবহ হামলার সঙ্গে জড়িত এক যুবককে ধরেও কেন ছেড়ে দিল ফরাসি পুলিশ এ নিয়ে বিশ্ব গণমাধ্যমে ঝড় উঠেছে। বিবিসিসহ অন্য গণমাধ্যমগুলোতে এ নিয়ে খবর প্রকাশ করেছে।
বেলজিয়ামে বসবাসরত ফরাসি নাগরিক তিন ভাইয়ের একজনকে খুঁজছে পুলিশ। তাকে ধরতে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। চলছে তল্লাশি অভিযান। কিন্তু তাকেই সীমান্তে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দিয়েছে পুলিশ।
সংবাদ মাধ্যমে জানা যায়, বেলজিয়াম সীমান্তের কাছে একটি গাড়ি থামায় পুলিশ এবং এতে ২৬ বছর বয়সী সালাহ আবদেস সালাম ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় কাগজপত্রও পরীক্ষা করা হয়।
যে তিনভাই ওই হামলার সঙ্গে সরাসরি যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে, তাদের একজন আবদেস সালাম। তাকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সন্দেহভাজনদের একজন বাটাক্লান কনসার্ট হলে নিহত এবং অপরজন বেলজিয়ামে আটক হয়েছেন।
১৬ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�