মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০২:৩৩:৫৪

প্যারিস হামলায় কার্টুনে শোক আর প্রতিবাদ

প্যারিস হামলায় কার্টুনে শোক আর প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক : ফান্সের প্যারিসকে বলা হয় বিশ্বের শিল্প-সাহিত্যের রাজধানী। তাই প্রত্যেক শিল্পীরই জীবনে সাধ থাকে একবার হলেও সেই স্বপ্নের নগরীতে ঘুরে আসা। কিন্তু দিনে দিনে এই স্বপ্নের নগরী যেন সন্ত্রাসবাদীদের হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে ওঠেছে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, ফ্রান্সের সরকারি নীতির কারণেই বারবার সেখানে সন্ত্রাসী হামলা হচ্ছে। কিন্তু শিল্পী মন তো আর রাজনীতির ধার ধারছেন না। পৃথিবীর সব স্থানের মানুষের হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন শিল্পী সমাজ। তাই ফিলিস্তিন, ইরাক বা সিরিয়ায় পশ্চিমা হামলায় নারী-শিশুসহ নিরপরাধ মানুষদের হত্যার জন্য যেমন তারা গান গেয়ে, ছবি এঁকে, কবিতায় নিজেদের শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি সম্প্রতি প্যারিসে নারকীয় হত্যালীলার প্রতিবাদও একইভাবে জানিয়েছেন। যদিও এই কার্টুনের জন্যই গত জানুয়ারিতে রক্তাক্ত হয়েছিল ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদো কার্যালয়। তারপরও দমে যাননি ফরাসি কার্টুনিস্টরা। গত শুক্রবারের হামলার ফরাসিসহ বিশ্বের অনেক দেশের কার্টুনিস্টরাই প্রতিবাদী ছবি একেঁছেন। কার্টুন দিয়ে তারা জানিয়ে দিয়েছেন-এই দুঃসময়ে ফারাসি জনগণের পাশে আছেন তারা। আর যারা নিরীহ মানুষদের হত্যা করে তাদের কোন ধর্ম নেই। বিশ্বের প্রতিটি দেশেই নিরপরাধ মানুষকে হত্যা করা সমান অপরাধ। ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে