মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৩:১৮:৫২

প্যারিসের সন্ত্রাসী হামলা ইরানের জন্য হুমকি: আলাভি

প্যারিসের সন্ত্রাসী হামলা ইরানের জন্য হুমকি: আলাভি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি বলেছেন, ফ্রান্সের রাজধানী প্যারিস এবং লেবাননের রাজধানী বৈরুতের হওয়া সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ইরানের জন্য হুমকি সৃষ্টি করেছে। সম্ভাব্য এ হুমকির পরিপ্রেক্ষিতে তেহরান অবশ্যই দেশের নিরাপত্তা ও নজরদারি জোরদার করবে বলেও ঘোষণা করেন তিনি। আলাভি বলেন, অবশ্যই প্যারিস এবং বৈরুতের সাম্প্রতিক ভয়াবহ ঘটনা ইরানের জন্য মারাত্মক হুমকি। ইরানের নিরাপত্তা বিশেষজ্ঞরা এ দিকে নজর দেবে বলে জানান তিনি। এ ছাড়া, ‘বিদেশি অনুপ্রবেশ’ ইরানের জন্য 'নরম যুদ্ধের' বড় হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। গোয়েন্দামন্ত্রী আরো বলেন, ইরানের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে তাকফিরি সন্ত্রাসীরা। তিনি বলেন, শত্রুরা সব সময়ই অনুপ্রবেশের মাধ্যমে ইরানে বড় ধরণের আঘাত হানতে চেয়েছে। নয়া আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান আরো বেশি করে এ ধরনের হুমকি মোকাবেলা করছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকারের বিষয়গুলিও তুলে ধরেন মাহমুদ আলাভি। তিনি বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলা করাই ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রধান কাজ ১৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে