উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া সফরে যাবেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। দুই দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম পূর্ব এশিয়ার দেশটি সফরে যাচ্ছেন জাতিসংঘের কোনো মহাসচিব।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ পিয়ংইয়ং যাবেন বান কি-মুন। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে নিশ্চিতভাবেই বান কি-মুন সাক্ষাৎ করবেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।
এ খবর প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে জাতিসংঘ। এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর বলেছে, এ সফর সম্পর্কে তাদের কিছু জানা নেই।
দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বান কি-মুন হবেন পিয়ংইয়ং সফরকারী তৃতীয় জাতিসংঘ মহাসচিব। এর আগে ১৯৭৯ সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম এবং ১৯৯৩ সালে বুট্রোস বুট্রোস ঘালি দেশটি সফর করেছেন।
গত মে মাসে উত্তর কোরিয়া সফরের পরিকল্পনা করেছিলেন বান কি-মুন। কিন্তু নির্ধারিত সফরের একদিন আগে তা বাতিল করে দেয় উত্তর কোরিয়া। অভিজ্ঞ কূটনীতিবিদ বান কি-মুন ২০০৬ সালে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পিয়ংইয়ং সফর করেছিলেন।
১৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ