রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ১০:০৬:৫২

সমুদ্রে ডুবতে ডুবতে বেঁচে গেল প্লেন, অক্ষত সব যাত্রী!

সমুদ্রে ডুবতে ডুবতে বেঁচে গেল প্লেন, অক্ষত সব যাত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: আর একটু হলেই কৃষ্ণসাগরে সলিল সমাধি হতো। তুরস্কের এক উপকূল বিমান বন্দরের রানওয়ে থেকে ছিটকে পেগাসাস এয়ারলাইনস-এর একটি ফ্লাইট প্রায় পড়েই যাচ্ছিল কৃষ্ণ সাগরে। কিন্তু এত বড় দুর্ঘটনা সত্ত্বেও প্রাণে বেঁচে গেছেন বিমানটির পাইলট ও ক্রু সহ ১৬২ জন যাত্রী!

পেগাসাস এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, তাতের বোয়িং ৭৩৭-৮০০ নম্বরের বিমানটি আঙ্কারা থেকে উড়ে যাচ্ছিল ত্রাবজনে। ত্রাবজন বিমানবন্দরে অবতরণের মুহূর্তেই ঘটে দুর্ঘটনাটি।

সাগরের কিনারা ঘেঁষে বিধ্বস্ত বিমানটির ছবি এরইমধ্যে অনলাইনে হয়ে গেছে ভাইরাল। এক যাত্রীর ধারণকৃত  ভিডিও হয়েছে ভাইরাল। সেখানে ভীত সস্ত্রস্ত যাত্রীদের বিমানটি ছেড়ে বের হওয়ার চেষ্টা করতে দেখা গেছে। শোনা গেছে একটি শিশুর কান্নাও।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে