সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৬:৫৭

বিমান হামলা, নিহত ৩২

 বিমান হামলা, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে দুটি পৃথক বিমান হামলায় কমপক্ষে ৩২ উগ্রবাদী নিহত হয়েছেন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

আফগান ন্যাশনাল আর্মি’র বিমান বাহিনী রোববার তালেবান জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে ২৮ জঙ্গি নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় ফারাহ্ প্রদেশের খাকি সাফেদ জেলায় এ অভিযান চালানো হয়।

নিহতদের মধ্যে সরদার আশকোন বিকওয়াহি রয়েছেন। তিনি তালেবান ছায়া সরকারের উপ-প্রধান ছিলেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এছাড়াও এই অভিযানে তালেবানের দুই বিভাগীয় কামান্ডার আব্দুল শুকুর ও আওয়াজ গুলিস্তানিও নিহত হয়েছেন।

রোববার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের নাহরি সরজ জেলায় পৃথক বিমান হামলায় চার তালেবান প্রাণ হারিয়েছেন।

এই অভিযানে উগ্রবাদীদের ছয়টি মোটরসাইকেল ও তিনটি যানবাহন এবং বিপুল অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।-এএফপি
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে