মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৬:০৩:০৫

আইএসকে অর্থ যোগান দেয় ৪০টি দেশ : পুতিন

আইএসকে অর্থ যোগান দেয় ৪০টি দেশ : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর অর্থায়ন করে বিশ্বের ক্ষমতাধর ৪০টি দেশ। তিনি বলেন, আইএস জঙ্গিদের যে ৪০টি দেশ অর্থ সাহায্য করছে, তাদের মধ্যে বেশ কয়েকটি জি-২০ ভুক্ত দেশও রয়েছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি হামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোমবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিস্ফোরক মন্তব্য করেন। রাশিয়া থেকে আগত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুতিন তার দেশের গোয়েন্দাতথ্যের কিছু দিক তুলে ধরে বলেন, রুশ গোয়েন্দাদের হাতে এ বিষয়ে জলজ্যান্ত তথ্যপ্রমাণ রয়েছে। তিনি নিজে উদ্যোগী হয়ে প্রতিটি গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেছেন। জঙ্গি অর্থায়নের এই তথ্য মূল সম্মেলনেও তিনি তুলে ধরেছেন বলে জানান সাংবাদিকদের। এছাড়া আইএস জঙ্গিরা বেআইনিভাবে খনিজ তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রি করে বিভিন্ন দেশ থেকে টাকা তুলছে বলে অভিযোগ করেন পুতিন। কারা কারা আইএস-কে গোপনে অর্থ সহায়তা দিচ্ছে, তার পূর্ণাঙ্গ তালিকা ও তথ্য রয়েছে তার হাতে। উল্লেখিত তথ্য প্রমাণ করতে জোটভুক্ত দেশগুলোর প্রধানদের সামনে স্যাটেলাইট ও বিমান থেকে তোলা একাধিক পেট্রোল বাণিজ্যের ছবি দেখিয়েছিলেন তিনি। সম্মেলনে পুতিন আরো বলেন ‘আইএস দ্বারা কোন দেশ বেশি আর কোন দেশ কম আক্রান্ত তা দেখার সময় এখন নয়, বরং সন্ত্রাস মোকাবেলায় আন্তর্জাতিক একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’ তবে এসব অভিযানে পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, তুরস্ক ও ইরানের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন পুতিন। বিশ্বের উন্নত ১৯টি দেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সমন্বয়ে গঠিত জোট জি-২০। অন্যতম ২০টি অর্থনীতির ধারক রাষ্ট্রসমূহের মাঝ থেকে আইএস অর্থায়নের মতো স্পর্শকাতর তথ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশ্ব মিডিয়ায়। ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে