মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০৭:১৫:০৭

স্ত্রী হারিয়ে আইএসকে খোলা চিঠি স্বামীর

স্ত্রী হারিয়ে আইএসকে খোলা চিঠি স্বামীর

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের নরমেধে নিহত হয়েছেন ফরাসী সাংবাদিক আঁতোয়া লেইরিসের স্ত্রী। এরপরেও ISIS-কে ভয় পেয়ে বাঁচতে রাজি নন তরুণ সাংবাদিক। ফেসবুকে জঙ্গিদের খোলা চিঠি দিয়ে সদ্য বিপত্নীক হওয়া এই মানুষটি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সন্ত্রাসীদেরকে। তিনি লিখেছেন, 'আমি ও আমার সন্তান এঘটনার পরেও তোমাদেরকে ভয় পাই না। তোমরা আমার ঘৃণাও পাবে না। তোমরা হেরে গেছ।' টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। আঁতোয়া লেইরিসের চিঠি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। লেইরিস ফেসবুক পোস্টে লিখেছেন, 'শুক্রবার রাতে তুমি একজন ব্যতিক্রমী মানুষের জীবন চুরি করে নিয়ে গেছ। যিনি আমার ভালোবাসা ছিলেন, আমার ছেলের মা ছিলেন। তবে, এজন্য তুমি আমার ঘৃণা পাবে না। আমি জানি না তুমি কে, জানতেও চাই না। কারণ তুমি একটা মৃত আত্মা। না, তোমাকে ঘৃণা করার উপহারটা তোমাকে দিচ্ছি না। তুমি আমাকে ভয় পাওয়াতে চেয়েছিলে, তুমি আমার সহ-নাগরিকদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছ। তুমি হেরে গেছ। খেলোয়াড়রা কিন্তু আজও খেলে যাচ্ছেন।' প্যারিসের বাতাক্লঁ থিয়েটার হলে ISIS হামলায় যে ৮৯ জনের মৃত্যু হয়েছে তাদেরই মধ্যে ছিলেন লেইরিসের স্ত্রী। লেইরিস ইসলামিক স্টেটের জঙ্গিদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিখেছেন, 'অবশ্যই আমি শোকে ভেঙে পড়েছি। তুমি সাময়িক সাফল্য পেয়েছ, কিন্তু এটা ক্ষণস্থায়ী। আমি জানি আমার স্ত্রী সবসময় আমার পাশে থাকবেন। আমি আর আমার ছেলে পৃথিবীর যেকোনও সেনাবাহিনীর থেকেও আজ অনেক বেশি শক্তিশালী। আমি আর তোমার জন্য সময় নষ্ট করব না, কারণ আমাকে ছেলের কাছে যেতে হবে, ও ঘুম থেকে উঠে পড়েছে। ওর বয়স ১৭ মাস, অন্যান্য দিনের মতোই ও আজও স্ন্যাকস খেয়ে প্রাতঃরাশ করবে। তারপর আমরা অন্যান্য দিনের মতোই খেলা করব, এবং এই ছোট্ট ছেলেটা তার সারাটা জীবন খোলা মনে আনন্দে কাটাবে। কারণ, তুমি ওরও ঘৃণা পাবে না।' ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে