ব্রিটেন অচল করে দিতে পারে : ব্রিটিশ মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ব্রিটেনে সাইবার হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন দেশটির অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন। তিনি বলেছেন, ব্রিটেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা অচল করে দিতে সাইবার হামলার পরিকল্পনা করছে আইএসআইএল। আইএস জঙ্গিদের মোকাবিলায় ২০২০ সালের মধ্যে সাইবার নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে ১.৯ বিলিয়ন পাউন্ড। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছেন।
ব্রিটিশ অর্থমন্ত্রী বলেন, আইএসআইএল এখন একটি বড় সাইবার হুমকি এবং তারা এ ধরনের হামলার মাধ্যমে গোটা ব্রিটেনকেই অচল করে দিতে পারে। তিনি বলেন, সাইবার হামলার মাধ্যমে সন্ত্রাসীরা দেশের বিদ্যুত কেন্দ্র, হাসপাতাল ও বিমান চলাচল ব্যবস্থা অকেজো করে দিতে পারে। আর এমনটি হলে অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটবে।
জর্জ অসবর্নের দাবি, আইএসআইএল সন্ত্রাসবাদ ও চরমপন্থা ছড়িয়ে দিতে এর আগেও ইন্টারনেট ব্যবহার করেছে। জঙ্গিরা সাইবার জগৎকে ব্যবহার করে বিধ্বংসী হামলার ব্লুপ্রিন্ট বানিয়ে ফেলেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো পরিষেবার উপর একবার যদি আইএস জঙ্গিরা হানা দেয়, তার পরিনাম কী মারাত্মক ভয়াবহ হতে পারে।
অসবর্ন বলেন, ‘জঙ্গিরা জানে, পথেঘাটে-সামনাসামনি ব্রিটেনের মানুষদের মারা যাবে না। তাই অনলাইনে নিত্য প্রয়োজনীয় পরিষেবাগুলিকে পঙ্গু করে দিয়ে তারা আক্রমণ করতে চায়’। পাশাপাশি তিনি এও বলেন, ‘যদিও এখনই জঙ্গিদের হাতে সেই পরিকাঠামো নেই। কিন্তু তারা তাদের সেরা প্রযুক্তিবিদদের সেই সামর্থ্য উপার্জনের জন্য নিয়োগ করেছে’।
বিশ্লেষকেরা বলছেন, ইউরোপ, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের যৌথ উদ্যোগে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল গড়ে উঠলেও আজ ওই গোষ্ঠীটি তাদের জন্যও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�