আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত লক্ষ্য করে ফের হামলা চালাল পাকিস্তান। পাকিস্তানি রেঞ্জার্সদের ভয়াবহ হামলার জেরে এক বিএসএফ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিহতের নাম এ সুরেশ। পাক গোলাগুলির জেরে আহত হন আরও এক জওয়ান। পাশাপাশি ৩ স্থানীয় বাসিন্দাও আহত হয়েছেন বলে খবর। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপতালে।
সেনা সূত্রে জানা যাচ্ছে, বুধবার রাতে আচমকাই আর এস পুরার আরনিয়া সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তান। হামলার আঁচ পেয়ে ভারতীয় জওয়ানরাও পাল্টা গুলি চালাতে শুরু করেন। কিন্তু, পাকিস্তানি রেঞ্জার্সদের হামলার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তামিলনাড়ুর ধর্মাপুরীর বাসিন্দা এ সুরেশের।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস