আন্তর্জাতিক ডেস্ক : মনুয়া কাণ্ডের ছায়া বনগাঁর ফুলতলা কলোনিতে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্ত্রী। প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিস।
ফুলতলা কলোনির বাসিন্দা পেশায় ট্যাক্সি চালক শুভঙ্করের সঙ্গে বছ পাঁচের আগে বিয়ে হয় পম্পা নামে এক যুবতীর। বিয়ের কয়েক বছরের মধ্যে ওই দম্পতির এক কন্যা সন্তানও হয়।
শুভঙ্করের পরিবারের অভিযোগ, এরমধ্যেই তমাল নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে পম্পার। আর সেকারণেই গলায় ফাঁস লাগিয়ে শুভঙ্করকে খুন করে পম্পা। সন্তান রয়েছে... তবুও প্রেমিকের জন্য এমনটাই করলেন এই স্ত্রী।
ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিস। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা পম্পা। তমালকে আটক করেছে পুলিস। --জিনিউজ
এমটিনিউজ২৪/এম.জে/ এস