শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৬:১৯:৫৪

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী গর্ভবতী

 নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী গর্ভবতী

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন (৩৭) মা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন।  আরডার্ন জানান, আগামী জুনে আমার ও ক্লার্ক গেফোর্ডের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা রয়েছেন। আর প্রধানমন্ত্রী থাকাকালীন নিউজিল্যান্ডে গর্ভধারণের এ বিষয়টি দেশটিতে একটি নজির হয়ে থাকবে।

শুক্রবার এক ই-মেইল বার্তায় জাসিন্ডা আরডার্ন জানান, সন্তান জন্মের পর আমি ছয় সপ্তাহ ছুটি নেবো। আর এ সময় দায়িত্ব পালন করবেন ডেপুটি প্রধানমন্ত্রী ইউন্সটন পিটার। তবে ছুটি শেষে যথারীতি কাজে ফেরার কথাও জানিয়েছেন বিশ্বের সর্বকনিষ্ঠ এই প্রধানমন্ত্রী।

এছাড়াও ফেসবুক পোস্টে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘ক্লার্ক ও আমি খুবই উচ্ছ্বসিত। আমাদের দলের সদস্য সংখ্যা দুই থেকে তিনে দাঁড়াবে।’  তিনি আরও বলেন, ‘আমি হব প্রধানমন্ত্রী ও মা। আর ক্লার্ক বাসায় থাকবে।’ জাসিন্ডা আরডার্নের স্বামী ক্লার্ক গ্যাফোর্ড নিউজিল্যান্ডের একটি টেলিভিশনে রান্নাবিষয়ক অনুষ্ঠান পরিচালনা করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হবো এটা জানার মাত্র ছয়দিন আগে জানতে পারি যে আমি গর্ভবতী। বাচ্চা হওয়ার পর তিনি যখন ছুটিতে যাবেন তখনও তার সঙ্গে যোগাযোগ করা যাবে এবং তাকে সবসময় পাওয়া যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার নিজের গর্ভবতী হওয়ার খবর জানানোর পর অনেক শুভকামনা পেয়েছেন তিনি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে