শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৪১:২২

'মুসলিম দেশগুলোর উচিত ঐক্য-সংহতি বজায় রেখে দৃঢ়তা-সাহসিকতার সাথে ষড়যন্ত্র মোকাবিলা করা'

'মুসলিম দেশগুলোর উচিত ঐক্য-সংহতি বজায় রেখে দৃঢ়তা-সাহসিকতার সাথে ষড়যন্ত্র মোকাবিলা করা'

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রভাবশালী আলেম ও জুমা নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে আমেরিকা ও ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

ইমামি কাশানি বলেছেন, শত্রুরা ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়। কাজেই আমেরিকা ও ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলায় মুসলিম দেশগুলোর সতর্কতা জরুরি।

ফিলিস্তিন ও ইয়েমেন ইস্যুতে কোনো কোনো মুসলিম দেশের নিরবতার সমালোচনা করে তিনি বলেন, মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ তথা ফিলিস্তিনি ইস্যুতে মুসলমানদের নিরবতা গ্রহণযোগ্য নয়। বর্তমানে মুসলিম বিশ্বে সাহসিকতার প্রয়োজন দেখা দিয়েছে।

আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেন, আমেরিকার সহযোগিতায় এবং সৌদি শাসক গোষ্ঠীর অর্থায়নে ইহুদিবাদী ইসরাইল ইরান তথা গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। এ অবস্থায় মুসলিম দেশগুলোর উচিত ঐক্য ও সংহতি বজায় রেখে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে ষড়যন্ত্র মোকাবিলা করা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে