শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০২:৫৯:৩২

মৃত্যুর থেকেও ভয়ঙ্কর পরিনতি হলো এই মহিলার

মৃত্যুর থেকেও ভয়ঙ্কর পরিনতি হলো এই মহিলার

আন্তর্জাতিক ডেস্ক :   ফের বেপরোয়া বাসের রেষারেষির জের। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর পরিনতি হলো এক মহিলার। দুর্ঘটনায় পড়ে, হাত বাদ গেল মহিলার! ঘটনাটি ঘটেছে শেক্সপিয়র থানা এলাকায়, কলামন্দিরের কাছে। শাবানা আকবর নামে বছর চৌত্রিশের ওই  মহিলা কড়েয়া রোডের বাসিন্দা।

শুক্রবার মেয়েকে স্কুলে পৌছে বাড়ি ফিরছিলেন শাবানা আকবর। অভিযোগ, ওইসময় ২৩০ রুটের দুটি বাস শিয়ালদা থেকে বেকবাগান যাওয়ার পথে রেষারেষি যাচ্ছিল।  দুটি বাসেরই গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পার হচ্ছিলেন শাবানা। অভিযোগ, আচমকাই দ্রুত গতিতে আসা  একটি বাস প্রথমে ধাক্কা মারে।

রাস্তায় পড়ে যাওয়ার পর অপর বাসের চাকায় পিষ্ট হয়ে যায় তাঁর হাত। শাবানা আকবরের ডান হাত পিষে বেরিয়ে যায় গাড়ির চাকা। রক্তাক্ত অবস্থায়  তাঁকে উদ্ধার করে প্রথমে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে সিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর ডান হাত কেটে বাদ দিতে হয়। --জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে