আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মাঝে মাঝেই তিনি অতি রোমাঞ্চকর ঘটনার জন্ম দেন। কখনও তিনি দু'একজন সঙ্গীকে নিয়ে চলে যান দুর্গম পাহাড়ে পশু শিকার করতে, আবার কখনও মাছ শিকারের জন্য নেমে পড়েন ভয়ংকর জলাশয়ে। কুস্তিগিরি করতেও দেখা গেছে বিশ্বের এই ক্ষমতাধর ব্যক্তিকে। তাঁর জীবনযাপনকে অনুসরণ করেন পৃথিবীব্যাপী হাজার ভক্ত।
সম্প্রতি ভ্লাদিমির পুতিনকে দেখা গেলো বরফ পানিতে ডুব দিতে। ধর্মীয় রীতি পালন করতে গিয়ে তিনি বরফ শীতল পানিতে নামেন।
রাজধানী মস্কো থেকে সাড়ে ৩'শ কিলোমিটার দূরের সেলিজার নামের হ্রদে শীতল পানিতে ডুব দেন পুতিন। যিশু খ্রিস্টের ব্যাপ্টিজম এর অ্যাপিফ্যানি পরব উপলক্ষ্যে
তিনি এই দুর্বিষহ কাজটি করেন।
এ সময় হ্রদের চারপাশের এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, গেলো ২ বছর ধরে পুতিন এমন পানিতে ডুব দিয়ে আসছেন।' পুতিনের এমন আচার এবারই প্রথম পাওয়া গেলো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিন জানান, 'দারুণ অনুভূতি হয়েছে।'
সূত্র: বিবিসি
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস