অস্ট্রেলিয়ায় মুসলিম রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটি অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানা গেছে।
সিডনিতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এর প্রতিষ্ঠাতা দিয়া মোহাম্মেদ বলেন, তিনি মুসলিমদের আরও জোর গলায় কথা বলতে দেখতে চান।
‘অনেক দল আছে, যারা সুনির্দিষ্টভাবে ইসলাম এবং মুসলিমদের বিরোধিতা করে, কিন্তু মুসলিমদের কোনো আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব নেই’ বলেন মোহাম্মেদ।
অস্ট্রেলিয়ার এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্যারিস হামলার পর মুসলিমদের নিয়ে সামনের দিনগুলোতে অনেক প্রশ্ন দেখা দেবে। তাদের দল গঠনের এটিও একটি কারণ হিসেবে তিনি উল্লেখ করেন’।
ব্রিটিশ গণমাধ্যম খবরে বলা হয়, নতুন এই দলটির প্রতিষ্ঠাতা প্যারিস হামলার নিন্দা জানান। মোহাম্মেদ বলেন, ‘নিরপরাধ মানুষদের হত্যা করার বিষয়ে ইসলামের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে’।
‘হামলার জবাবে মুসলিম কোনো দেশে অভিযান চালানোকে তার দল সমর্থন করবে না,’ মন্তব্য করেন মোহাম্মেদ।
সংবাদদাতা জন ডনিসন বলছেন, ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি নামের এই দলটির সিনেটে আসন জেতার সম্ভাবনা খুব ক্ষীণ। যে সব আসনে মুসলিম জনগোষ্ঠীর সবচেয়ে বেশি বসবাস, সেখানেও মুসলিমদের সংখ্যা ২০ শতাংশের বেশি নয়।’- বিবিসি
১৮, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ