আন্তর্জাতিক ডেস্ক : কাবুলের বিলাসবহুল অভিজাত হোটেলে মুম্বইয়ের আদলে জঙ্গি হামলা। হামলায় এখনও পর্যন্ত ছজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তারমধ্যে একজন বিদেশীও রয়েছে, খবর সূত্রের। সূত্রের খবর, টানা বারো ঘণ্টা নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির চলে। শেষপর্যন্ত কিছুক্ষণ আগে ১৫০ পণবন্দিকে মুক্তি দিয়েছে হামলাকারীরা।
হামলায় আতঙ্কিত হয়ে হোটেলের অতিথিরা এদিক ওদিক ছুটোছুটি শুরু করেন। হোটেলের একদিকে আগুন লেগে গিয়েছে। জানা গিয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে চার হামলাকারীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে হোটেলে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে জঙ্গিদের দলটি। তারপরই শুরু হয় গুলির লড়াই। আপাতত বারো ঘণ্টার পর গুলির লড়াই শেষ হয়েছে।
জঙ্গি হামলায় আতঙ্কিত হোটেলের অতিথিরা বারন্দা থেকে ঝাঁপ মেরে পালানোর চেষ্টা করে। এই হামলায় পাঁচ আফগান সহ এক বিদেশীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত হোটেল থেকে ১৫০ জনকে মুক্তি দেওয়া হয়েছে, তারমধ্যে ১৪০ জন বিদেশী।
এমটিনিউজ২৪/এম.জে/ এস