আন্তর্জাতিক ডেস্ক: থ্রিলার সিনেমার মতো আঁতকে ওঠার মতো এক ঘটনা ঘটল নেদারল্যান্ডের আমস্টারডামের স্কিপল বিমানবন্দরে। ৭০ মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ের মধ্যে বিমান চালকের সাহসিকতায় প্রাণে রক্ষা পেলেন বিমানকর্মীসহ ৭৮ জন।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, জার্মানির সিল্ট দ্বীপ থেকে আমস্টারডামে যাচ্ছিল বিমানটি। কিন্তু অবতরণের সময় হঠাৎ প্রবল ঝড়ের কবলে পড়ে ইউরোউইংসের ওই বিমান। ঝড়ের বেগ এতটাই বেশি যে বিমানটি রীতিমতো দুলছিল। তবে পাইলট ‘ক্রসউইন্ড ল্যান্ডিং’ এর মাধ্যমে বিমানটিকে সফলভাবে অবতরণ।
পাইলটদের প্রশিক্ষণে ঝড়ের মধ্যে বিমান অবতরণের বিষয়টি শেখানো হয়। আর এই পদ্ধতির নামই ‘ক্রসউইন্ড ল্যান্ডিং’। তবে ওই পদ্ধতির পাশাপাশি বিমানটির চালক ‘ক্রাব ল্যান্ডিং’ পদ্ধতি ব্যবহার করেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস