রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ০২:০৩:৪৭

সেনা অভিযান শেষ, হোটেলের ভিতর ছড়িয়ে মৃতদেহ

সেনা অভিযান শেষ, হোটেলের ভিতর ছড়িয়ে মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক :  শেষ হল অভিযান৷ ১২ ঘণ্টার লাগাতার গুলি বিনিময়ের পর অবশেষে খতম করা হয়েছে বন্দুকধারীদের৷ সেনা অভিযান শেষ, হোটেলের ভিতর ছড়িয়ে মৃতদেহ। সন্ত্রাস কবলিত আফগান রাজধানীতে আরও একটা রক্তাক্ত সকাল৷

আফগান স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, শনিবার রাত থেকে শুরু হওয়া হমালায় নিহতের সংখ্যা ৫ জন৷ তবে হোটেলের ভিতরের পরিস্থিতি সঠিক জানা যায়নি৷ মৃতের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ কিছু বেসরকারি সংবাদ মাধ্যমের খবর, পাঁচ জনের অধিক মৃত্যু হয়েছে৷

বিবিসি জানাচ্ছে, অভিজাত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আর কোনও বন্দুকধারী লুকিয়ে নেই৷ দেড়শ আবাসিককে উদ্ধার করা হয়েছে৷ এদের অনেকেই ভিনদেশি৷ হামলার দায় কোনও জঙ্গি সংগঠন নেয়নি৷ তবে সন্দেহের তির সেই তালিবানদের দিকেই, কারণ ২০১১ সালে এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলেই তারা হামলা চালিয়েছিলে৷ সেই হামলায় সবমিলে ২১ জনের মৃত্যু হয়৷

কী পরিস্থিতি কাবুলের ?

এএফপি, এপি, রয়টার্স ও একাধিক সংবাদ মাধ্যমের ছবিতে দেখা যাচ্ছে, বিখ্যাত ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে বের হচ্ছে ধোঁয়া৷ অনেক দূর থেকে সেই ধোঁয়া দেখতে পাচ্ছেন কাবুলবাসী৷ হোটেলের চারিদিকে আফগান সেনার ঘেরাটোপ৷ তার বাইরে উদ্বিগ্ন জনতার ভিড়৷

শনিবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিট নাগাদ কাবুলের বাগ-এ-বালা এলাকার এই হোটেলে কয়েকজন যুবক আচমকা ঢুকে পড়ে৷ এরপরেই তারা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে৷ প্রাথমিকভাবে তাদের গুলিতে মৃত্যু হয় নিরাপত্তারক্ষীদের৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ এদিক ওদিক সকলেই ছুটতে শুরু করেন৷

তারই মধ্যে বন্দুকবাজদের কয়েকজন হোটেলের দু’তলায় উঠে যায়৷ সেখানেও এলোপাথাড়ি গুলি চালানো হয়৷ এছাড়া হোটেলের একটি তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়৷ রাতভর গুলির লড়াইয়ে কেঁপে কেঁপে উঠেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল৷ অনেক দূর থেক আগুনের শিখা দেখতে পেয়েছেন কাবুলবাসী৷

রবিবার সকালেও গুলির লড়াই চলেছে৷ একসময় দেখা যায় প্রাণ বাঁচাতে কয়েকজন আবাসিক ছ’তলা হোটেলের জানালা দিয়ে কয়েকজন ঝুলে ঝুলে নামছেন৷ তাদের উদ্ধার করা হয়৷ বেলা বাড়তেই আফগান গুলির লডা়ই তীব্র হয়৷ কিছু পরে আফগান সরকার জানিয়ে দেয় বন্দুকধারীরা খতম৷

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে