বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৩:৪৫:৪১

তথ্য দিলে পুরস্কার পাবে ৫ কোটি মার্কিন ডলার

তথ্য দিলে পুরস্কার পাবে ৫ কোটি মার্কিন ডলার

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া স্বীকার করেছে সন্ত্রাসী হামলার কারণেই ৩১ অক্টোবর সিনাইয়ের আকাশে তাদের যাত্রী বিমানটি বিধ্বস্ত হয়েছিল। রুশ গোয়েন্দা বিভাগ এফএসবি'র প্রধান অ্যালেক্সান্ডার বরটিনকভ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন বিমানটির ধ্বংসস্তূপের ভেতর বিস্ফোরকের নমুনা পাওয়া গেছে। এই খবর পাওয়ার পরেই রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ঘোষণা করেছে যে, ‘যেসব সন্ত্রাসী গত মাসে মিসরের সিনাই উপদ্বীপ অঞ্চলে ২২৪ আরোহীসহ রুশ বিমানটি ভূপাতিত করেছে, তাদের সম্পর্কে তথ্য দিলে সংস্থা পাঁচ কোটি মার্কিন ডলার পুরস্কার দেবে।’ এফএসবি মিসর থেকে রাশিয়াগামী এ৩২১ বিমানে বোমা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসীদের শনাক্ত করতে সাহায্যের আবেদন জানিয়ে এর ওয়েবসাইটে বলেছে, ‘অপরাধীদের গ্রেফতারে সহায়তা করবে এমন তথ্যের জন্য ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার’ দেয়া হবে। ১৮, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে