রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:৪০:৫৫

'দোয়া করো, হয়তো আমি মরে যাব'

'দোয়া করো, হয়তো আমি মরে যাব'

আন্তর্জাতিক ডেস্ক : ‘আমার জন্য দোয়া করো। আমি হয়তো মরে যাব।’ বলছিলেন আফগানস্তানের রাজধানী কাবুলে বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এক অতিথির। বন্দুকধারীদের অতর্কিত হামলার সময় তিনি সেখানে অবস্থান করছিলেন।

পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের আফগান টেলিকমের আঞ্চলিক পরিচালক তিনি। রোববার এই হোটেলে এই টেলিকমের দেশীয় প্রতিনিধিদের বার্ষিক সম্মেলন ছিল। ঘটনার সময় তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ আকুতি জানান।

গতকাল শনিবার রাতে চারজন বন্দুকধারী অতর্কিত ওই হোটেলে হামলা চালায় । হোটেলে ঢুকেই ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা অতিথিদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। বন্দুকধারীদের হামলায় এক বিদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। প্রায় ১২ ঘণ্টা পর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, হামলাকারী চারজনই নিহত হয়েছে। ৪০ জন বিদেশিসহ হোটেল থেকে ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।

ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তায়েব এএফপিকে বলেন, ‘যারা এক সেকেন্ড আগেও আনন্দ করছিল, তারা আতঙ্কে চিৎকার করছিল। কে কোথায় পালাবে, হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাদের মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।’

তায়েবের এক সহকর্মী, যিনি হোটেলের পঞ্চম তলায় আটকা পড়েছিলেন, তিনি জানান, হোটেলের কিছু কিছু জায়গা দেখে কসাইখানা মনে হয়েছে। হামলাকারীরা অবশেষে নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বন্দুকধারীরা প্রথমেই হোটেলের রেস্টুরেন্টে ঢুকে নৈশভোজকারীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। এরপর তারা হোটেল কক্ষে ভাঙচুর চালায় এবং কয়েকজন বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে