সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮, ০১:৫৫:০৮

চারিদিকে আগুন, মাঝখানে পড়ে গেলেন প্রতিবন্ধী যুবক! অতঃপর...

চারিদিকে আগুন, মাঝখানে পড়ে গেলেন প্রতিবন্ধী যুবক! অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক  :  চারিদিকে বিধ্বংসী আগুন। কিন্তু চলাফেরা করার ক্ষমতা নেই তাঁর। আগুনের মাঝে পরেই দম বন্ধ হয়ে মৃত্যু হল মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দমদম গোরাবাজারে।

সরস্বতী পুজোর দিন বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল দমদম  গোরাবাজারের প্রায় ১৫০টি দোকান। চারিদিকে আগুন, মাঝখানে পড়ে গেলেন প্রতিবন্ধী যুবক! সেই অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন সুনীল নামে শারীরিক প্রতিবন্ধী ওই যুবক। ওই যুবকের একটি কচুরির দোকান ছিল ওই এলাকায়।

আগুন লাগার সময় দমবন্ধ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মনে করেছেন দমকলকর্মীরা।  অতঃপর, ওই বাজার থেকে আর একটি দেহ উদ্ধার করেন দমকল কর্মীরা। তবে ওই দেহটি চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, আগুন লাগার পর কেন সুনীল বেরিয়ে আসতে পারল না, তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁদের দাবি, বাজারের কোনও গেটই বন্ধ ছিল না। তবে সরস্বতী পুজোর দিন সকালে এই বিধ্বংসী আগুন গোরাবাজারের ব্যবসায়ীদের ২০০৬ সালের একই রকমের অগ্নিকাণ্ডের কথা মনে করিয়ে দিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার ভোররাতে প্রথমে আগুন লাগে সবজি মার্কেটে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেবানোর চেষ্টা করলেও পরে দমকলের ৮টি ইঞ্জিন এসে আগুন নেবানোর কাজ শুরু করে।

বাজারে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নেবাতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। একটি বেসরকারি ব্যাঙ্কের শাখাও আগুনের গ্রাসে পরে। অবশেষে ৯ ঘন্টা পরে দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাজারে অগ্নিনির্বাপণ বিধি ঠিকমত ছিল না বলে অনুমান করছে দমকল। ব্যবসায়ীদের অভিযোগের তির স্থানীয় বাজার সমিতির দিকে। বাজার সমিতির সদস্যরা এলাকায় অগ্নি নির্বাপণের ব্যবস্থাই করেনি বলে অভিযোগ দোকানিদের।

পাশাপাশি আগুন নেবানোর সময়ে দমকলকর্মীদের জলও শেষ হয়ে যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকলের। তবে পুজোর মধ্যে অগ্নিকাণ্ড ঘটায় কার্যত মাথায় হাত স্থানীয় ব্যবসায়ীদের। --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে