বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৫:০৪:৫৭

মুসলিমদের জন্য যথেষ্ট নিরাপদ ভারত: মাহমুদ মাদানি

মুসলিমদের জন্য যথেষ্ট নিরাপদ ভারত: মাহমুদ মাদানি

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামে সন্ত্রাসের কোনও ঠাঁই নেই এবং মুসলিমদের জন্য নিরাপদতম দেশ ভারত। মঙ্গলবার এক সভায় এ কথা সাফ জানিয়ে দিলেন জমিয়ত উলেমা-এ-হিন্দ নেতা মাওলানা মাহমুদ মাদানি। মঙ্গলবার মাওলানা মাহমুদ মাদানির নেতৃত্বে প্যারিস সন্ত্রাসের জেরে দিল্লিতে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলেন জমিয়ত উলেমা-এ-হিন্দ সংগঠনের সদস্যরা। নাশকতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার মাওলানা মাহমুদ মাদানি জানান, 'অসলামে এমন কোনও আক্রমণের অনুমোদন নেই। ইসলামের দোহাই দিয়ে এমন জঘন্য ঘটনা আমরা কোনও মতেই সমর্থন করতে পারি না।' দেশজুড়ে অসহিষ্ণুতা নিয়ে বিতর্কের মাঝেই এদিন মাওলানা বলেন, 'সম্পূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, মুসলমানদের বসবাসের জন্য ভারতের চেয়ে নিরাপদ কোনও দেশ হতে পারে না।' এছাড়া তিনি জানান, দেশজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে প্রবল বিরোধিতা করতে হবে। প্রত্যেক নাগরিককে নাশকতার বিরুদ্ধে লড়াই করবার আহ্বান জানান মাওলানা। পাশাপাশি সমাজবাদী পার্টি নেতা আজম খানের 'আঘাতের জবাবে প্রত্যাঘাত'-এর দাবি উড়িয়ে দিয়ে তিনি জানান, প্যারিসের ঘটনা কোনও ভাবেই ইসলামের অনুমোদনযোগ্য নয়। কোনও অজুহাত দিয়েই জঙ্গি হানার বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ করা যাবে না। ১৮, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে