সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮, ০৮:৩৫:০৪

বিবাহ বহির্ভূত সম্পর্ক, পুলিশ কোয়ার্টার থেকে ওসির স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

বিবাহ বহির্ভূত সম্পর্ক, পুলিশ কোয়ার্টার থেকে ওসির স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশ কোয়ার্টারের মধ্যে থেকে উদ্ধার ওসির স্ত্রীর ঝুলন্ত দেহ। সোমবার বিকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া থানার পুলিশ কোয়ার্টারের মধ্যে থেকে প্রিয়া দত্ত নাগকে (২৮) গলায় কালো ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিশের অনুমান প্রিয়া আত্মঘাতী হয়েছে।

সাঁইথিয়া টাউন ওসি স্বাপন নাগের সঙ্গে বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। থানা সূত্রে খবর, এই অশান্তির জেরে এর আগেও প্রিয়াদেবী আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। অভিযোগ, স্বপন নাগের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। গত পাঁচ বছর ধরে তিনি সাঁইথিয়া থানাতেই কর্মরত।

থানা সূত্রে খবর, অশান্তি মেটাতে বেশ কিছুদিন সাঁইথিয়া থেকে রায়গঞ্জে স্বপনবাবু নিজের বাড়িতে গিয়ে দুজনে ছুটি কাটিয়ে আসেন। এমনকি সোমবার সকালে থানা কোয়ার্টারের বাড়িতে সরস্বতী পুজো করেন দশ বছরের মেয়েকে নিয়ে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করেন স্বপনবাবু।

থানার অনান্য কোয়ার্টারের বাসিন্দারা জানান, এদিন বিকালে মেয়েকে নিয়ে সাঁইথিয়া শহরে একটি নাচের অনুষ্ঠানে যান প্রিয়া দেবী। সেখান থেকে মেয়েকে নিয়ে কোয়ার্টারে ফেরেন। মেয়ে পাশের বাড়িতে যেতেই কোয়ার্টারের ভিতর কালো ওড়না দিয়ে প্রিয়াদেবী ঝুলে পড়েন।

থানার পুলিশ কর্মীরা দেহটি উদ্ধার করে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিতসকেরা। তবে মৃত্যুর কারণ নিয়ে পুলিশের তরফে কেউ মুখ খোলেনি। প্রিয়াদেবীর বাপের বাড়িতে খবর দেওয়া হয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে