বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ১০:১৭:৩২

যে কোনও মুহূর্তে ঘটতে পারে ভয়ানক বিস্ফোরণ

যে কোনও মুহূর্তে ঘটতে পারে ভয়ানক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিপাইনে মাউন্ট মেয়ন আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত৷ ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা৷ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আর্জি জানিয়েছে প্রশাসন৷

যে কোনও মুহূর্তে ঘটতে পারে ভয়ানক বিস্ফোরন, সরানো হয়েছে ৪০ হাজার মানুষকে । লাভার স্রোত প্রায় ৭০০ মিটার ওপরে উঠে নির্গত হচ্ছে বলে জানা গিয়েছে৷ ছাই ও কালো ধোঁয়া উড়ছে প্রায় ৩ কিলোমিটার ওপরে৷

ফিলিপাইনের ইন্সটিটিউট অফ ভলক্যানোলজি জানাচ্ছে মধ্যাঞ্চলীয় প্রদেশ আলবে-তে এই আগ্নেয়গিরি থেকে লাভা এবং ছাইসহ ধোঁয়া বের হচ্ছে। এই পরিস্থিতিতে সেখানকার ৪০,০০০ বাসিন্দাকে তাদের ঘরবাড়ি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।আলবে প্রদেশের গভর্নর আল ফ্রান্সিস বিছারা বলছেন, ধোঁয়ার ফলে কোন কোন এলাকায় খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না।

পাশাপাশি ঐ এলাকায় ঝোড়ো বাতাস বইছে এবং আগ্নেয়গিরির ছাই দূরের শহরগুলিতে ছড়িয়ে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেছেন৷ ক্যাটাগরির ফোর মাত্রার সতর্কবার্তা জারি করেছে প্রশাসন৷ আগ্নেগিরি থেকে ৮ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিপদসীমা ঘোষণা করা হয়েছে৷

মাউন্ট মেয়নের পাদদেশ পুরোপুরি লাভা ও ছাইয়ের তলায় ঢাকা৷ তবে হতাহতের কোনও খবর মেলেনি বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর৷ বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে৷ বেশ কিছু উড়ান বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হয়েছে প্রশাসন৷ ইতিমধ্যেই ৩০ হাজার মাস্ক বিলি করা হয়েছে৷ গৃহহীনদের মধ্যে বিলি করা হয়েছে চাল, শুকনো খাবার, ওষুধ, কাপড় ও পানীয় জল৷ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে