বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:৪৫:২৪

মারসাল কাউন্টি হাই স্কুলে গোলাগুলি, নিহত ২

মারসাল কাউন্টি হাই স্কুলে গোলাগুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় দু’জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে।কেনটাকির গভর্নর জানিয়েছেন, বেনটন শহরের মারসাল কাউন্টি হাই স্কুলে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ছাত্র-ছাত্রীদের ওপর হ্যান্ডগান দিয়ে গুলি চালায় ১৫ বছর বয়সী এক কিশোর। একটানা ১৫ মিনিট ধরে সে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১৫ বছর বয়সী এক কিশোরী এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই বয়সের আর এক কিশোর।

হামলা চালানো কিশোরকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। গোলাগুলির ঘটনা তদন্তে সহায়তা করছে এফবিআই।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের নাম বেইলি হল্ট এবং প্রেসটন কোপ। ১৪ জন শিক্ষার্থী গুলিতে হতাহত হয়েছে এবং পাঁচজন ভয়ে পালাতে গিয়ে আহত হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে