বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ১২:২৪:৫১

২০ জন প্রেমিকাকে সামলাতে যা করলেন ড্যান্স চ্যাম্পিয়ন

২০ জন প্রেমিকাকে সামলাতে যা করলেন ড্যান্স চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক  :   দিল্লি পুলিশ আটক করেছে ২২ বছর বয়সী এক ডাকাতকে। তিনি আসলে পেশাদার ডাকাত নন। তবে পেশাদার নৃত্যশিল্পী। বলিউডের তার স্বপ্ন পূরণ করতেই ডাকাতির পথ বেছে নেন। বিলাসী জীবন কাটাতে আর ২০ জন প্রেমিকাকে সামলাতেই প্রচুর অর্থ দরকার তার। আর সে কারণেই ডাকাতির মত এমন কাজ করলেন এই ড্যান্স চ্যাম্পিয়ন।

নাম তার আদনান খান। নিজেকে মিস্টার উত্তরাখন্ড ড্যান্স কম্পিটিশনের বিজয়ী বলে দাবি করেছেন। বেশ কয়েকটি টেলিভিশন রিয়েলিটি শো এর জন্যেও অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু যেভাবে জীবনটাকে চালাতে চান সেভাবে চলতে পারছিলেন না। তাই গত বছর তিন বন্ধুকে নিয়ে দাওয়ার্কা সেক্টর ১২ এর একটি পিৎজা আউটলেটে ডাকাতি করেন।

দাওয়ার্কার পুলিশ কমিশনার শিবেশ সিং জানান, গত বছরের ডিসেম্বরে ছুরির মুখে ওই পিৎজা আউটলেট থেকে চারজন মিলে ৩ লাখ ৪৫ হাজার রুপি ডাকাতি করেন। পরে ধরা হয় সবাইকে। রাম নামের একজনকে ধরা হয়েছে। তিনি কীভাবে ডাকাতির পরিকল্পনা হয়, কীভাবে তা বাস্তবায়িত হয় তার কথা জানান।

সিং আরো জানান, উত্তম নগরে খানের বাড়ি। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। মুম্বাইয়ে বসবাসের খরচ অনেক বেশি। মাত্র কয়েক মাস থাকতেই তার ৩ লাখের মতো খরচ হওয়ার কথা। ড্যান্স শো থেকে তার নিয়মিত আয় হচ্ছিল না।

কিন্তু জীবনটাকে তারকাদের মতো তো চালাতে হবে। পরে খান জানায়, তার ২০ জন প্রেমিকা ছিল। তাদের পেছনে খরচ করতে হতো। সেজন্যে তার খরচ অনেক বেশি। বাধ্য হয়েই ডাকাতি করেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে