বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮, ০৩:৪২:৩২

চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়ল যুবক, পরে যা হল...

চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়ল যুবক, পরে যা হল...

আন্তর্জাতিক ডেস্ক  :   রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়ল যুবক। সামনে চলন্ত ট্রেন। কিন্তু বিন্দুমাত্র ভয় না পেয়েই চলন্ত ট্রেনের সামনে শুয়ে রয়েছেন ওই যুবক।

পরে দেহের উপর দিয়ে ট্রেন চলে যেতেই আনন্দে চিৎকার করে ওঠেন ওই যুবক। কাশ্মীরের যুবকের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। অনেকে অবশ্য তাঁকে গ্রেফতারির দাবিও জানাচ্ছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন আগে ওই যুবকের ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে কাশ্মীরি পোশাক পরা ওই যুবককে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়তে দেখা যায়। যদিও ট্রেন চলে যাওয়ার পরে ওই যুবকের কোনও ক্ষতি হয়নি। তবে ভিডিওটি কাশ্মীরের ঠিক কোথায় কিংবা ওই যুবকের নাম, পরিচয় কিছুই জানা যায়নি।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমর আবদ্দুলা টুইটারে ভিডিওটি নিজেই পোষ্ট করে ঘটনার প্রতিবাদ করেন। শুধু উমর আবদ্দুলাই নয়, সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও-র নিন্দায় সরব হয়েছেন বেশ কয়েকজন। এই রকম ভিডিও সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তাঁরা। ইতিমধ্যে ওই যুবকের গ্রেফতারির দাবিও জানিয়েছেন অনেকে। --এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে