বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ১০:৩৬:০০

চলন্ত ট্রেনের সামনে সেলফি, অতঃপর...

চলন্ত ট্রেনের সামনে সেলফি, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক  :  সেলফির নেশায় ফের দুর্ঘটনা। চলন্ত ট্রেনের সামনে সেলফি, অতঃপর মৃত্যুর মুখে হায়দরাবাদের এক যুবক।   রেল লাইন ধারে সেলফি তুলছিলেন শিবা নামে ওই যুবক। ওই লাইন ধরেই ছুটে আসছিল ট্রেন।

ট্রেন কাছাকাছি আসার পরও সরে আসেননি তিনি। বরং 'পারফেক্ট' ভিডিও তোলার লোভে হাতও বাড়িয়ে দেন। সজোরে ধাক্কা মারল ট্রেন। মাটিয়ে লুটিয়ে পড়লেন শিবা। মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি তিনি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ট্রেনের গতি ও দূরত্ব ঠিকমতো বুঝতে পারেননি শিবা। সেলফির নেশায় ভারতে অনেকের প্রাণ কেড়েছে। ২০১৬ সালে ১২টিরও বেশি জায়গা সেলফি নিষেধাজ্ঞা জোন হিসেবে চিহ্নিত করছে মুম্বই পুলিস। দেশজুড়ে প্রচারও চলছে। তবে সেলফি নেশা থেকে মুক্ত হতে পারছেন না যুব প্রজন্ম। --জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে