বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৯:৩৭

কাশ্মীরে ভারতীয় পুলিশের ঘুম হারাম করেছে ১৮ বছরের এক তরুণী!

কাশ্মীরে ভারতীয় পুলিশের ঘুম হারাম করেছে ১৮ বছরের এক তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবসের আগেই জম্মু-কাশ্মীরে এক ১৮ বছরের তরুণীকে নিয়ে আতঙ্ক ছড়াল, আর তাতেই পুলিশের ঘুম হারাম এখন। কাশ্মীর পুলিশের আশঙ্কা, পুনের ওই তরুণী জম্মু-কাশ্মীরে ২৬ জানুয়ারির দিন আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে নাশকতার ঘটনা ঘটাতে পারে।

কাশ্মীরের আইজি মুনির খান জানান, তাদের কাছে এ বিষয়ে জোরালো তথ্য রয়েছে। পুনের ইয়েরওয়াড়ার বাসিন্দা ওই তরুণী এখন বর্তমানে কাশ্মীর উপতক্যায় গা-ঢাকা দিয়ে রয়েছে। তিনি বলেন, 'প্রজাতন্ত্র দিবসের দিন প্যারেডের জায়গায় ওই তরুণী আত্মঘাতী বিস্ফোরনের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।'

মুনির খান বলেন, 'সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে ওই তরুণীর বিষয়ে সমস্ত খুঁটিনাটি খবর জোগাড় করতে। আমরা চেষ্টা চালাচ্ছি ওই তরুণীর খোঁজ পাওয়ার। খুব ছোট্ট একটা বিষয়, যা শুধুমাত্র নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।'

এ বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠিত হবে শ্রীনগরের চার্চ লেনের ক্রিকেট স্টেডিয়ামে। আগের বছর পর্যন্ত এই প্যারেড হত বক্সি স্টেডিয়ামে। জম্মু-কাশ্মীর পুলিশ গোটা উপত্যকায় সতর্কবার্তা ছড়িয়ে দিয়েছে।

সন্দেহভাজন তরুণীদের চলছে জিজ্ঞাসাবাদ। প্যারেডের মাঠ জুড়ে পুলিশের কড়া প্রহরা রযেছে। সম্প্রতি উপত্যকায় জৈশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর নেতৃত্বে আইডি বিস্ফোরণের ঘটনায় অশান্ত হয়ে উঠেছিল জনজীবন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে