বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ০৫:৫২:৫০

হঠাৎ মোদির আমন্ত্রণে নয়াদিল্লিতে সুচি

হঠাৎ মোদির আমন্ত্রণে নয়াদিল্লিতে সুচি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি বৈঠক করেছেন। বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে কথা হয়েছে।

ভারতের পক্ষ থেকে বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বলে দাবি করা হয়েছে। এদিকে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আমন্ত্রিত হয়ে অং সান সুচি এখন ‘গুরুত্বপূর্ণ মেহমান’ হিসেবে  ভারতের রাজধানীতে অবস্থান করছেন।

সুচি ছাড়াও আসিয়ান দেশগুলোর অন্য নেতারাও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ‘চিফ গেস্টস’ হিসেবে আমন্ত্রিত হয়ে এখন নয়াদিল্লিতে আছেন।

আমন্ত্রিত অতিথিদের এর আগে নয়া দিল্লীর রাষ্ট্রপতি ভবণে স্বাগত জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ গোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। এসময় সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে