আন্তর্জাতিক ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরেই ভারতের রাজধানী দিল্লির রাজপথে ভিড় জমাবে দেশের তাবড় তাবড় নেতা-মন্ত্রী। সঙ্গে এশিয়ার ১১টি দেশের প্রতিনিধি, যারা এবছর ভারতের ৬৯ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আসছেন অতিথি হয়ে।
স্বভাবতই ভারতের রাজধানীতে গত কয়েক দিন ধরেই সাজো সাজো রব। নিরাপত্তার বেষ্টনী নিয়ে কোনও প্রশ্নই করা যাবে না এই মুহূর্তে। তা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে ভারতের রাজধানীতে আবারও প্রকাশ্য দিবালোকে ঘটে গেল এক অঘটন!
দিল্লির সাহদ্রা অঞ্চলের ঘটনা। আজ সকাল আটটা নাগাদ সেখানে একটি স্কুল-ভ্যানের চালককে গুলিবিদ্ধ করে একজন ছাত্রকে অপহরণ করে। প্রত্যক্ষদর্শীদের কথায়, একটি কালো রঙের মোটরবাইকে চড়ে এসেছিল অপহরণকারীরা। বাচ্চাটিকে নিয়ে তারা উত্তরপ্রদেশের দিকে চলে যায়।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, এই ঘটনার এক ঘণ্টা পরেও সেই বাচ্চাটির পরিবারে মুক্তিপণ দাবি করে কোন রকম ফোন আসেনি। পুলিশ সূত্রে খবর, অপহরণকারীরা আগে থেকেই জানত স্কুল-ভ্যানের কোন বাচ্চাটিকে তুলতে হবে।
পুলিশের ধারণা, প্রথম শ্রেণীতে পাঠরত ছাত্রটির পরিবারের পরিচিত কোনও ব্যক্তিই এই কাণ্ড ঘটিয়েছে। পরিবারের এফআইআর-এর ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।-এবেলা
এমটি নিউজ/আ শি/এএস