শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:৫০:০৫

রোহিঙ্গা ইস্যুতে মার্কিন কূটনীতিকের সঙ্গে সু চির মারমুখী আচরণ, পদত্যাগ রিচার্ডসনের

 রোহিঙ্গা ইস্যুতে মার্কিন কূটনীতিকের সঙ্গে সু চির মারমুখী আচরণ, পদত্যাগ রিচার্ডসনের

আন্তর্জাতিক ডেস্ক: অং সান সু চির মারমুখী আচরণের কারণে রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের গঠিত প্যানেল থেকে পদত্যাগ করেছেন মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন। প্যানেল আলোচনায় তিনি সু চির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং সু চির নেতৃত্বকে নৈতিকতাহীন বলেও মন্তব্য করেন।

বিবিসি জানায়: যেই আন্তর্জাতিক প্যানেল থেকে বিল রিচার্ডসন পদত্যাগ করেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সেটি গঠন করেছিলেন অং সান সু চি। তবে বিল রিচার্ডসন রয়টার্সকে বলেন, তিনি যে প্যানেল থেকে পদত্যাগ করেছেন সেটি  ‘কৃত্রিম বর্ণের’। আমি এই চিয়ারলিডিং সরকারের দলে থাকতে চাই না।
বিল রিচার্ডসন

তিনি বলেন: প্যানেল আলোচনায় মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের বিষয়ে প্রশ্ন করলে সু চি ক্ষুদ্ধ এবং মারমুখী প্রতিক্রিয়া জানান এবং এটা আলোচনার বিষয় নয় বলে মন্তব্য করেন।

সাবেক এই মার্কিন মন্ত্রী মিয়ানমারের তীব্র সমালোচনা করে বলেন, মিয়ানমার জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, সাংবাদিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মীদের ওপর নিপীড়নের চেষ্টা করছে।

অবশ্য এজন্য মিয়ারমার সরকারের একজন মুখপাত্র তার সমালোচনাও করে বলেছেন, আমাদের রাষ্ট্রীয় ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে রিচার্ডকে তার বক্তব্য শোধরানো উচিত।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে