আন্তর্জাতিক ডেস্ক : মধুচন্দ্রিমায় গিয়ে নিজের স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ। ভারতের রাজস্থানে নিয়ে গিয়ে স্ত্রীকে বিক্রি করে দেওয়ার অভিযোগে স্বামী সহ চার জনকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ডোমজুড় থানার পুলিশ।
জানা গিয়েছে, রাজস্থানের ভিরানি থানার ভঙ্গুয়া থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে বৃহস্পতিবার ডোমজুড়ে নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল গৃহবধূর স্বামী রঞ্জিত বর, তার সঙ্গী সুরজিত্ নাথ, পিঙ্কি নাথ ও তারক বর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে উলুবেনিয়ার আমতা থানার মাকালপুরের এক তরুণীর সঙ্গে ডোমজুড় থানার জাবদাপোতা গ্রামের রঞ্জিত বরের বিয়ে হয়। পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল তাদের।
গৃহবধূর অভিযোগ, চলতি মাসে মধুচন্দ্রিমায় যাওয়ার জন্য রাজস্থানে বেড়াতে যাওয়ার তিনি। রাজস্থানে যাওয়ার পর ওই গৃহবধূকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। পরে, পুলিশ দ্বারস্থ হয় তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
এমটিনিউজ/এসএস