আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীর উপত্যকায় আতঙ্ক সৃষ্টি করা পুনের ১৮ বছরের তরুণীকে গ্রেপ্তার করতে সফল হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ওই মুসলিম তরুণীকে দক্ষিণ কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়।
জম্মু-কাশ্মীরের আইজি মুনির খান বলেন, 'আমরা ওই সন্দেহভাজন তরুণীর বিষয়ে জোরাল তথ্য জানতে পারি। সব ধরেনর খোঁজ-খবর নেওয়ার পরই বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়।'
আইজি মুনির খান তদন্তের স্বার্থে ওই তরুণীর বিষয়ে বিশেষ কিছু বলতে চান না। তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পুনের ওই তরুণীর নাম সাদিয়া আনোয়ার শেখ। কিছুদিন আগেই ওই তরুণী পুনে থেকে কাশ্মীর উপত্যকায় আসে এবং তরুণী নিয়মিত আইএসআইএসদের সঙ্গে যোগাযোগ রাখত।
ভারতের প্রজাতন্ত্র দিবসের ২ দিন আগে থেকেই জম্মু-কাশ্মীরে এই রহস্যময়ী তরুণীকে নিয়ে সতর্কতা জারি হয়ে গিয়েছিল। পুলিশের কাছে খবর ছিল, পুনের এই তরুণী আত্মঘাতী বিস্ফোরণের মধ্য দিয়ে উপত্যকায় নাশকতা করার জন্য এসেছে। পুলিশ জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় এই তরুণীর খোঁজে তল্লাশি শুরু করে দেয়।
এর আগেও বিদেশে আইএস সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ২০১৫ সালে পুনের জঙ্গি-দমন শাখা সাদিয়াকে জেরার জন্য আটক করেছিল। পুনের জঙ্গি-দমন শাখার দাবি, সাদিয়া সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিল।
পুনে কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাদিয়াকে প্রায়ই বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। তবে জম্মু-কাশ্মীরে আসার পেছনে তার উদ্দেশ্য কী ও কোনও গোষ্ঠীর হয়ে এই তরুণী কাজ করছে কিনা তা জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে কাশ্মীর পুলিশ।
এমটিনিউজ/এসএস