শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৩:০৭

নজিরবিহীন কান্ড! পুরস্কার দিতে গিয়ে কেঁদে ফেললেন রাষ্ট্রপতি

নজিরবিহীন কান্ড! পুরস্কার দিতে গিয়ে কেঁদে ফেললেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক : এমন দৃশ্য ভারতের রাষ্ট্রপতি ভবন কোনওদিন দেখেছে কিনা, তা অনেকেই বলতে পারবেন না। ভারতীয় সেনাকে বিরত্বের সর্বোচ্চ পুরস্কার অশোক চক্র এইদিনেই তুলে দেন ভারতের রাষ্ট্রপতি।

সেই পুরস্কারের তালিকায় এবারে ছিলেন ভারতের এয়ারফোর্স গার্ড কম্যান্ডো কর্পোরাল জ্যোতিপ্রকাশ নিরালা। আর তাকে পুরস্কার দিতে গিয়েই ভেঙে পড়লেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
 
গোয়েন্দা দপ্তরের খবর, বান্দিপোরার একটি অঞ্চসে গত ১৮ নভেন্বর পৌঁছে গিয়েছিল ভারতীয় সেনার একটি দল। সেই দলেই ছিলেন জ্যোতিপ্রকাশ। সেখানে লুকিয়ে ছিল মোট ৬ জঙ্গি। সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলার পরেই শুরু হয়েছিল গুলির লড়াই। সেই লড়াইয়ে জঙ্গি হামলায় আহত হয়েছিলেন জ্যোতিপ্রকাশ। কিন্তু শেষ রক্ত বিন্দু দিয়েও টিকে ছিলেন যুদ্ধের ময়দানে। একা হাতে, আহত অবস্থায় হত্যা করেছিলেন ৩ জঙ্গিকে। এরপরেই অবশেষে মৃত্যু হয়েছিল তার।
 
এদিন সেই বিরত্বের সম্মান ‘‌অশোক চক্র’‌ নিতেই হাজির হয়েছিলেন শহীদ জ্যোতিপ্রকাশ নিরালার স্ত্রী সুষমা ও মা মালতি দেবী। তাদের হাতে অশোক চক্র তুলে দিতে এগিয়েও যান কোবিন্দ। কিন্তু ওদের দিকে তাকিয়ে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি।

চোখে জল আসে তার, স্পষ্ট দেখা যায়, রুমাল দিয়ে চোখ মুছে ফেলছেন তিনি। দু’‌চোখে ভরে আসছে জল। প্রতিবছরই এমন সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। তবে এভাবে কোনও রাষ্ট্রপতিকে কেঁদে ফেলতে দেখেনি কেউই।   ‌‌‌-আজকাল
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে