শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৯:২৪

আবার সেই হরিয়ানা!‌ এবার ‌স্কুল কক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে..

আবার সেই হরিয়ানা!‌ এবার ‌স্কুল কক্ষে ঢুকে প্রধান শিক্ষিকাকে..

আন্তর্জাতিক ডেস্ক : আবারও খবরের শিরোনামে ভারতের হরিয়ানা। স্কুল কক্ষে ঢুকে প্রধানশিক্ষিকাকে গুলি করে খুন করল দ্বাদশ শ্রেণির ছাত্র। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিয়ানার যমুনানগর জেলার বিবেকানন্দ স্কুলে।  

পুলিশ জানিয়েছে, এদিন বাবার রিভলভার হাতে স্কুলে ঢুকেই প্রধানশিক্ষিকা কোথায় জানতে চায় ছাত্র। তারপরই সোজা তার ঘরে ঢুকে ঋতু ছাবরা নামে ওই প্রধানশিক্ষিকাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে কিশোর। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ঋতু।

স্কুল সূত্রে খবর, খারাপ ব্যবহার, লাগাতার অনুপস্থিতি এবং সহপাঠীদের যখন তখন মারধরের অভিযোগে ১৫ দিন আগে ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করেন প্রধানশিক্ষিকা। সেই রাগেই ওই ঘটনা ঘটিয়েছে ছাত্র বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

স্কুলের পরিবেশ থমথমে থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। রিভলভারের লাইসেন্স থাকলেও ছাত্রের বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার রাজেশ কালিয়া।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে