আন্তর্জাতিক ডেস্ক : সৌদি নাগরিক নউফ মারওয়াইকে পদ্মশ্রী সম্মান দিচ্ছে ভারত সরকার। সৌদি আরবে যোগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন মারওয়াই। সৌদিতে যোগ প্রসারে অবদানের জন্য তাকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে।
'ইসলামে যোগ নিষিদ্ধ' বলে ভারতেও জারি হয়েছিল ফতোয়া। সৌদি আরবের ইসলামের অনুশাসন মানা দেশে যোগ স্বীকৃতি পেয়েছে। ফেসবুকে মারওয়া লিখেছিলেন, ''শরীরের সঙ্গে মন, আবেগ ও আত্মার মেলবন্ধন ঘটায় যোগ। ভেঙে দেয় চরমপন্থার বেড়া।''
নউফ আরও দাবি করেছেন, ''ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠতে আমাকে সাহায্য করেছে যোগ। আল্লাহর কাছে ধন্যবাদ, তিনি আমায় যোগের রাস্তায় এনেছেন।''
সৌদি আরবে যোগের পথিকৃত্-কে ইতিমধ্যেই সম্মানিত করেছে সে দেশের ভারতীয় দূতাবাস। আর এবার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী সন্মান দিচ্ছে মোদি সরকার।
এমটিনিউজ/এসবি