এবার আইএস ঘাঁটি রাক্কায় রাশিয়ার প্রচণ্ড হামলা
আন্তর্জাতিক ডেস্ক : আইএসকে আর্থিক যোগান দানের বিষয় নিয়ে পুতিনের বিস্ফোরক মন্তব্যের পরেই আইএস ঘাটি সিরিয়ায় নতুন উদ্যমে বিমান হামলা চালাল রাশিয়া৷ আইএসের শক্ত ঘাঁটি রাক্কায় মঙ্গলবার টানা হামলা চালায় রুশ বিমানবাহিনী৷ সোমবারই রাক্কায় উপর্যুপরি হামলা চালিয়েছিল ফরাসি বায়ুসেনা৷ মার্কিন প্রতিরক্ষা বিভাগসূত্রে এই খবর জানা গিয়েছে৷ কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
এই হামলার বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ তবে গত মাসে আইএস জঙ্গিদের বোমায় মিশরের আকাশে রুশ যাত্রীবাহী বিমান ধ্বংস হওয়ার পরই বদলা নেওয়ার শপথ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা অফিসার বলেন, ‘আমরা জানি গত কয়েক ঘণ্টায় রাশিয়া রাক্কায় একাধিক অভিযান চালিয়েছে৷ সমুদ্রের বুক থেকে যেমন ক্রুজ মিসাইল ছাড়া হয়েছে, তেমনই রণতরী থেকে দূরপাল্লার বোমারু বিমানও রাক্কার দিকে ধেয়ে গিয়েছে৷’
আইএসের বিরুদ্ধে অভিযানে নেমেছে আমেরিকা ও রাশিয়া দুই মহাশক্তিই৷ কিন্তু এই সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের জন্য তারা একে অপরের সঙ্গে জোট বাঁধেনি৷ তাহলে এই খবর মার্কিন প্রতিরক্ষা দফতর পেল কী করে? এর উত্তরে ওই অফিসার জানান, গত অক্টোবরে উভয় দেশ একটি সুরক্ষা প্রটোকলে সম্মত হয়৷ ওই প্রটোকল অনুযায়ী রাশিয়া ও আমেরিকা আসন্ন অভিযান সম্পর্কে পরস্পরকে আগাম জানিয়ে রাখছে৷ সেইমতো কাতারে আমেরিকার জোটশক্তির যে কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার রয়েছে, সেখানেই রাশিয়া তাদের অভিযান সম্পর্কে আগাম বার্তা পাঠিয়েছিল৷ পেন্টাগন সেখান থেকেই খবর পায়৷
১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�