পাকিস্তানের পাশে থাকতে চায় চীন
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সন্ত্রাসে বেপক ভাবে আক্রান্ত। তাই সন্ত্রাস বিরোধিতায় পাকিস্তানকে সাহায্য করতে চায় চীন। মঙ্গলবার চীনের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘গত কয়েক বছর ধরে অনেক বাধা স্বত্বেও পাকিস্তান বারবার সন্ত্রাস প্রতিরোধের চেষ্টা করেছে। এদিন নয়াদিল্লিতে একথা জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক মুখপাত্র অ্যাডমিরাল গুয়ান ইউফেই। দিল্লি সফরে এসে একথা বলেন তিনি।
চীনা মিলিটারির ২৬ জন সদস্যকে নিয়ে ভারতে এসেছেন তিনি। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর সহ আরও বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেছেন। অ্যাডমিরাল গুয়ান আরও বলেন, সম্প্রতি পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ও তাতে সাফল্যও পেয়েছে। বিশেষত ইসলামিক মুভমেন্ট বন্ধ করতে পাকিস্তান তৎপর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আমেরিকা সম্পর্কে মন্তব্য নাম না করে তিনি মন্তব্য করেন যে দক্ষিণ চীন সাগর এলাকার বাইরের দেশগুলির হস্তক্ষেপ তারা বরদাস্ত করবেন না।-কলকাতা ২৪।
১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�