আন্তর্জাতিক ডেস্ক : বাজারে আসার পর থেকেই ভাবছেন হাতে একটা iPhone থাকলে মন্দ হত না। কিন্তু দামটা দেখে পিছিয়ে আসছিলেন। একটা iPhone কিনতে হলে পকেটটা বেশ ভারী হতে হবে। কিন্তু যদি iPhone কিনলে আপনার অ্যাকাউন্টে টাকা আবার ফেরত চলে আসে?
এমনটা হতেই পারে। কারণ iPhone কিনলে ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার দিচ্ছে অ্যাপল। HDFC-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই অফার দিচ্ছে অ্যাপল। HDFC-এর অ্যাকাউন্টের মাধ্যমে EMI-এ iPhone কিনলে ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। তবে এই অফার কিছু বিশেষ মডেলের জন্য।
ক্যাশব্যাক পাবেন iPhone X, iPhone 8, iPhone 8 ও আরও কয়েকটি মডেল কিনলে। এই অফার পাওয়া যাবে ১১ মার্চ পর্যন্ত। এবং HDFC-এর একটা কার্ড দিয়ে সর্বাধিক দুটো ফোন কিনতে পারবেন। ট্রানজ়াকশনের ৯০ দিনের মধ্যে ক্যাশব্যাকের টাকা পেয়ে যাবেন। সূত্র : ইনাডু ইন্ডিয়া
এমটিনিউজ/এসবি