আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাবুলের পুরাতন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন, ইউরোপীয় ইউনিয়ন ও শান্তিরক্ষা কাউন্সিল সংলগ্ন রাস্তায় এই হামলা চালানো হয়। হামলাকারীরা বোমা সহ একটি অ্যাম্বুলেন্স নিয়ে পুলিশ চেকপোস্ট অতিক্রম করে এবং গণ পরিবহণের ভিড়ে মিশে যায়।
রাস্তায় মানুষের ভিড়ের মধ্যেই তারা আত্মঘাতী হামলাটি চালায়। এই ঘটনায় তালেবান হামলার দায় স্বীকার করেছে। এর আগে তালেবান জঙ্গিরা কাবুলের একটি বিলাসবহুল হোটেলে ধুকে ২২ জনকে হত্যা করে।
এমটিনিউজ/এসবি